ডেস্কও ওয়েব ডেস্কঃ ফাঁসিতে আত্মহত্যা করল এক গৃহবধূ। ঘটনা
প্রতাপগড় রামকৃষ্ণ পাড়াতে। মৃত গৃহবধূর নাম মিতা সাহা(৩০)। স্বামীর নাম কিংকর সাহা।
পেশায় ফল ব্যবসায়ী। জানা যায়, মৃত গৃহবধূ মিতা সাহা শুক্রবার ভোরে বসত ঘরের বারান্দায়
ফাঁসিতে আত্নহত্যা করে।
পরিবারে কোনরকম অশান্তি না থাকলেও এই ধরনের আত্মহত্যা নিয়ে কিছু বলতে পারছেন না
মিতা সাহার পরিবার-পরিজনেরা। মিতা স্বামী জানায় দীর্ঘ ১৩ বছর পূর্বে তাদের সাংসারিক
জীবন শুরু হয়েছিল। কিন্তু আচমকা ফাঁসিতে আত্মহত্যার পথ কেন বেছে নিল মিতা সে বিষয়ে
কিছু বলতে পারছেন না।
ঘটনার খবর পেয়ে পশ্চিম মহিলা থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের
জন্য মর্গে পাঠায়। পুলিশ জানায় প্রাথমিক ধারণা আত্নহত্যাই। পুলিশ ঘটনার তদন্ত শুরু
করেছে আত্নহত্যার নাকি খুন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

0 মন্তব্যসমূহ