
ডেস্কও ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার আইনজীবী ভাস্কর দেবের রামনগর বাড়িতে পুলিশ কোন রকম সার্চ এন্ড ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি অভিযান চালিয়েছে। আর এই ধরনের অভিযান সম্পূর্ণ অবৈধ। তল্লাশি অভিযান চালানোর জন্য যে সকল আইনি প্রক্রিয়া রয়েছে তা কিছুই করেনি পুলিশ।
তাই এই বিষয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক-কে অবগত করা হবে। উচ্চ আদালতের প্রধান বিচারপতিকেও এই বিষয়ে অবগত করা হবে। শুক্রবার ত্রিপুরা বার এসোসিয়েশানের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বার এসোসিয়েশান সভাপতি আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাস এই কথা জানান। ঘটনার বিষয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকেও অবগত করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে।

0 মন্তব্যসমূহ