
ডেস্কও ওয়েব ডেস্কঃ রাজ্যে দুটি পৃথক থানা এলাকায় দুটি বধূ হত্যার ঘটনা ঘটেছে। দুটি ঘটনাই উনকোটি জেলার। একটি ঘটেছে ফটিকরায় থানা এলাকায় অন্যটি কুমারঘাটে।
পুলিশ জানায়, ফটিকরায় থানার কাতালিয়া এলাকার বাসিন্দা চম্পা মালাকারকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে মেরেছে বলে পুলিশে অভিযোগ জানান মৃতার কাকা। কাকার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। ৬ বছর আগে কৃপেশ মালাকারের সঙ্গে চম্পার বিয়ে হয়েছিল।
এক সপ্তাহ আগে, ৩০ সেপ্টেম্বর চম্পার গায়ে আগুন লাগে। তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ শ্বশুরবাড়িতে পণ চেয়ে চম্পার উপরে অত্যাচার চলত।
অন্য দিকে মঙ্গলবার রাতে কুমারঘাটে মাস্টারদা সূর্য সেন লেনে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় গীতা সরকারের ঝুলন্ত দেহ। গীতার ভাই ও কাকার দাবি গীতাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ মৃতের শ্বশুরবাড়ির তিন সদস্যকে গ্রেফতার করেছে।

0 মন্তব্যসমূহ