About Me

header ads

রাজ্যে করোনা আক্রান্ত আরও দুই বিজেপি বিধায়ক!


ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরায় একের পর এক বিধায়ক করোনা (Covid-19) সংক্রমিত হচ্ছেন। আবারও ত্রিপুরার সেই তালিকায় যুক্ত হল দুজন বিজেপি বিধায়কের নাম।
একজন হলেন ত্রিপুরায় তেলিয়ামুরার বিধায়ক কল্যাণী রায়। অপরজন হলেন ফটিকরয় অঞ্চলের বিধায়ক সুধাংশু দাস। দুজনেই তাদের করোনা সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
কল্যাণী দেবী এবং সুধাংশু বাবুর করোনা আক্রান্ত হওয়ার পর রাজ্যে মোট সাত জন বিধায়ক এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। করোনা (Covid-19) আক্রান্ত বিধায়করা শাসক দল বিজেপি অথবা আইপিএফটি (IPFT) দলের ।
উল্লেখ্য, তেলিয়ামুরার বিধায়ক কল্যাণী রায় ত্রিপুরা বিধানসভার মুখ্য হুইপ-ও।

এর আগে বিজেপির বিধায়ক তথা রাজ্য ভাইস প্রেসিডেন্ট রমাপদ জামাতিয়া করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত বিধায়কদের তালিকায় রয়েছেন আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, বিজেপি বিধায়ক মিমি মজুমদার, বিজেপি বিধায়ক আশিষ কুমার সাহা এবং আইপিএফটি বিধায়ক বৃশকেতু দেববর্মা।
কোভিড-১৯(Covid-19) আক্রান্ত বিধায়কদের মধ্যে রাজ্য বিজেপি সভাপতি রমাপদ জামাতিয়া এবং আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা ইতিমধ্যেই করোনা মুক্ত হয়েছেন। তাঁরা দুজনেই বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন।
অপরদিকে মিমি মজুমদার, আশিষ কুমার সাহা, বৃশকেতু দেববর্মা তিনজনেই বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন। তিনজন বিধায়কেরই চিকিৎসা চলছে এবং সকলেই স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছে।
ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, তেলিয়ামুরার বিধায়ক কল্যাণী রায় করোনা টেস্ট করিয়েছিলেন। মঙ্গলবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কল্যাণী দেবীর পাশাপাশি তাঁর স্বামী এবং সন্তানও করোনা আক্রান্ত বলে জানা গেছে।
ত্রিপুরা বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায়ের দুজন নিরাপত্তারক্ষীও করোনা আক্রান্ত বলে জানানো হয়েছে। এদের প্রত্যেকেরই আরটিপিসিআর (RTPCR) টেস্ট পজিটিভ আসে।
অপরদিকে, বিজেপির ফটিকরয় অঞ্চলের অপর তরুণ বিধায়ক সুধাংশু রায়েরও আরটিপিসিআর টেস্টের মাধ্যমে করোনা রিপোর্ট পজিটিভ আসে।
প্রসঙ্গত বর্তমানে ত্রিপুরায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২,১৫৩। মৃত্যু হয়েছে ১১৩ জনের। সুস্থ হয়েছেন ৭৬৭৪ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ