About Me

header ads

এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে ট্রেনে চাল পাঠানো হল রাজ্যে!

ডেস্কও ওয়েব ডেস্কঃ রেল পরিবহণে প্রথমবার পশ্চিমবঙ্গ থেকে চাল চলল ত্রিপুরাতে । শুক্রবার বর্ধমান থেকে প্রথম ৫১২ টন চাল লোডিং হয় মালগাড়িতে। মালগাড়িটি আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। অবশ্য আগরতলা স্টেশনে কোনও সাইডিং নেই। তাই ওই চাল সম্ভবত আগামী কাল আনলোড হবে জিরানিয়াতে।

রেলের উদ্যোগে খুশি বর্ধমানের চাল ব্যবসায়ীরা। কারণ, সড়কপথের তুলনায় এক তৃতীয়াংশ সময়ে চাল পৌঁছে যাবে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায়।

রাজ্যের চাল মূলত সড়ক পথেই বিভিন্ন রাজ্যে যায়। লকডাউনের সময় থেকে রেল রাইস মিলগুলি ট্রেনে চাল পাঠাতে উৎসাহ দেয়। সময় বাঁচলেও অর্থের দিক দিয়ে বিশেষ সাশ্রয় না দেখে ব্যবসায়ীরা প্রথমে আগ্রহ দেখাননি। পরে আলোচনার ব্যবসায়ীদের বিভিন্ন ছাড় দেওয়ায় ভাড়া সড়কপথের চেয়ে কমে যায়।

এখন টন প্রতি ট্রেনে চাল পাঠাতে ভাড়া পড়ছে দুহাজার চারশো টাকা। সেখানে ট্রাকে পড়ে প্রায় সাড়ে চার হাজার টাকা। এই পরিস্থিতিতে শুক্রবার বর্ধমান থেকে মালগাড়িতে ৫১২ টন চাল রওনা হল ত্রিপুরাতে। রেলের আয় হয়েছে ১০ লক্ষ ৬৪ হাজার টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ