
ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরায় কোভিডের মৃত্যুর হার এক শতাংশে পৌঁছে গেছে। এর অর্থ প্রতি ১০০ জন করোনা
রোগীর মধ্যে একজন মারা যাচ্ছে রাজ্যে। এই হার দেশের গড় এবং অন্যান্য অনেক রাজ্যের
অনেক বেশি। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরায় মৃত্যুর হার সবচেয়ে বেশি।
বুধবার সন্ধ্যায়
স্বাস্থ্য বিভাগ থেকে জারি করা করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে মৃত্যুর হার বর্তমান
এক শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে নতুন করে আরও ৭ জন মারা গেছেন। মৃতের সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জনে । মঙ্গলবার নিহতের সংখ্যাটা ছিল ১৬০।
ত্রিপুরায় বর্তমান
মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৬,৭৩৯ । ত্রিপুরায় এখন সক্রিয় রোগীর
সংখ্যা ৬৫৫৪। এখনো পর্যন্ত মোট ৯৯৯৩ জন ব্যক্তি করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়ে হাসপাতাল
থেকে বড়ি ফিরেছেন।
এদিকে, মঙ্গলবারের
তুলনায় বুধবার সুস্থ হওয়ার সংখ্যাটা আরো কম! এদিন সুস্থতার হার ৫৯.৭৮ শতাংশ, অন্যদিকে,
মঙ্গলবার এটি ছিল ৫৯.৮৩ শতাংশ। বুধবার করোনামুক্ত হয়ে মোট ৩৪০ জন ব্যক্তি বাড়ি ফিরেছেন।
উত্তর পূর্বাঞ্চলের অসমেও বাড়ছে দ্রুততার সাথে করোনাক্রান্তের সংখ্যা! বুধবার মোট ২২৪৩
জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
টেস্টের তুলনায়
পজিটিভের হার হচ্ছে ৭.১০ শতাংশ। মঙ্গলবার এই হার ছিল ৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩১,৫৬২টা
টেস্টে উপরোক্ত সংখ্যক ব্যক্তির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এদিকে গোটা ভারতে
গতকাল যে সংখ্যাটা দেখে মনে আশার সঞ্চার হয়েছিল, তা আবার দপ নিভে গেছে বুধবারের সংখ্যা
দেখে। একলাফে দৈনিক সংক্রমণ ফের বৃদ্ধি পেল ভারতে। আবারও সেই সোম-মঙ্গলবারের মতোই আক্রান্তের
সংখ্যাটা দেখা গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে।
গত ২৪ ঘণ্টায় ভারতে
মারণ করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। একইসঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃতের
সংখ্যাটাও। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও একইভাবে বৃদ্ধি
পাচ্ছে। সুস্থও হয়ে উঠেছেন ৭৫ হাজার মানুষ! একদিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন
অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন মোট ৮৯,৭০৬ জন! কোভিড সংক্রমণে
দেশে মারা গেছেন ১১১৫ জন। করোনা ভাইরাসের সংক্রমণ সারিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন
৭৪,৮৯৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
বুলেটিন অনুসারে আজ ৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের
সংখ্যা দাঁড়িয়েছে ৪৩,৭০,১২৮ জনে।

0 মন্তব্যসমূহ