
ডেস্কও ওয়েব ডেস্কঃ সালেমা থানার ওসি'র গাফিলতির কারণে এখনো পর্যন্ত অধরা সালেমা থানার অধিন নাবালিকা
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অভিজিৎ দাস। সালেমা থানাধীন পশ্চিম সিঙ্গিনালা এলাকায় তিনদিন
আগে ধর্ষণের শিকার হয়েছিল এক নাবালিকা। একই এলাকার বাসিন্দা অভিজিৎ দাস বাড়িতে একা
পেয়ে মেয়েটিকে ধর্ষণ করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে
থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু এখনও পর্যন্ত সালেমা থানার পুলিশ আটক করতে পারেনি অভিযুক্তকে। বৃহস্পতিবার এই ধর্ষণ
কাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সালেমা থানার ওসির সাথে মিলিত হয় এবিভিপি কার্যকর্তারা।
তারপর বৃহস্পতিবার রাতে এবিভিপি এক কার্যকর্তার বাড়িতে হামলা চালায় একই এলাকার বেশ
কিছু দুষ্কৃতী।
দুষ্কৃতীরা ধর্ষণ
কাণ্ডে অভিযুক্তর সাথে মিলে হামলা চালায় এবিভিপির কার্যকর্তার বাড়িতে। ঘটনার খবর
পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন সুরমার বিধায়ক আশিস দাস, সুরমার মন্ডল সভাপতি সন্তোষ
কুমার দাস সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা। বিধায়ক আশিস দাস ঘটনা প্রত্যক্ষ করার পর
এই ঘটনার নিন্দা জানান। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

0 মন্তব্যসমূহ