About Me

header ads

রাজ্যে রেললাইনে মিলল এক ব্যক্তি ছিন্নভিন্ন দেহ!


ডেস্কও ওয়েব ডেস্কঃ রেললাইনে মিলল এক ব্যক্তি ছিন্নভিন্ন দেহ। আজ সকালে ত্রিপুরার পানিসাগরে বিএসএফ রোডের পাশে থাকা রেল ওভারব্রিজের কাছেই দেহটি দেখতে পান স্থানীয় মানুষ।
খবর দেওয়া হয় পানিসাগর থানায়। পুলিশ জানায়, যেহেতু মৃত্যু রেললাইনে হয়েছে, তাই ঘটনাটি একেবারেই রেল পুলিশের এক্তিয়ারভুক্ত। ধর্মনগর আরপিএফে খবর দেওয়া হয়। রেল পুলিশ এলাকায় এসে তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তের পরে জানা যায়, নিহত ব্যক্তির নাম মোহন দাস। বয়স ৩৫ বছর। দক্ষিণ পানিসাগরে সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পেশায় ছিলেন রাজমিস্ত্রী। তাঁর স্ত্রী পুলিশকে জানান, রোজ রাতে পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে বাড়ি আসতেন তিনি। এসে চলত বউ-বাচ্চাদের মারধর। কখনও কখনও রাতে বাড়ি ফিরতেনও না।
পুলিশের প্রাথমিকভাবে ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় রেললাইন পার হওয়ার সময় তিনি মারা গিয়েছেন, অথবা পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী হয়েছেন মোহন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ