
ডেস্কও ওয়েব ডেস্কঃ ফাঁসিতে আত্মহত্যা এক বয়স্ক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম করুনা নাথ , বয়স ৩৮। বাড়ি ব্রজেন্দ্রনগর গ্রাম
পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে। পেশায় খেতমজুর। সংসারে স্ত্রী সহ এক কন্যা সন্তান আছে। নিজ বাড়ির দক্ষিণ
দিকে বাড়ি থেকে কিছু মিটার দূরে একটি জঙ্গলের মধ্যে গাছে নিজের পরনের প্যান্ট দিয়ে
আত্মহত্যা করেন তিনি।
গত সোমবার রাত থেকে
নিখোঁজ ছিলেন। অবশেষে পরিবারের তরফ থেকে মঙ্গলবার
কদমতলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার নিজের বড় ভাই কানু নাথ এই দৃশ্য
প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে খবর দেয় বাড়িতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা।
খবর দেওয়া হয় কদমতলা থানার পুলিশকে।
এই ঘটনার খবর পেয়ে
ঘটনাস্থলে ছুটে যান সেকেন্ড অফিসার এস আই প্রজিত মালাকার সহ পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার
করে কদমতলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ আত্মীয়-পরিজনদের
হাতে তুলে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছেন করুনা নাথ । তবে পুলিশ
গোটা ঘটনা তদন্ত করে দেখছে।

0 মন্তব্যসমূহ