About Me

header ads

রাজ্য কি বিক্রি হয়ে গেছে প্রশ্ন মানিক সরকারের!


ডেস্কও ওয়েব ডেস্কঃ সম্প্রতি রাজধানীর প্রতাপগড় এলাকার বেশ কিছু সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি ঘরে শাসক দলের দুষ্কৃতীরা হামলা করে। আর দুষ্কৃতীদের এ ধরনের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে রবিবার সকালে দেখা করতে গেলে রাজ্যে বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি সেসব বাড়িঘর পরিদর্শন করে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিরোধী দলের উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা। সীমাহীন জায়গায় চলে যাচ্ছে এ ধরনের হামলার মতো ঘটনা।
রাজ্যে কোথাও এ ধরনের ঘটনা থেমে নেই। পাহাড় থেকে সমতল সর্বত্র চলছে এ ধরনের হামলার ঘটনা। কারণ রাজ্যে বিজেপি দলে কোন সঙ্গতি নেই। হতাশা ভীতি তাদের মধ্যে কায়েম করছে। তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে মাত্র ২৮ মাসে। কারণ বিজেপি দলের কর্মীরা রাজ্যের অতীত জানেনা। এটা তাদের দুর্বলতার পরিচয়।
মানুষ গণতন্ত্রের নিরিখে খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে কথা বলতে পারছে না। ত্রিপুরা কি বিক্রি হয়ে গেছে তাদের কাছে? এমনটাই আঙুল তুললেন বিরোধী দলনেতার মানিক সরকার। এ ধরনের ঘটনায় শাসকদলের দুর্বলতায় স্পষ্ট বলে জনসম্মুখে তুলে ধরেন তিনি। এদিন পরিদর্শনকালে এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম -এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ