About Me

header ads

বিএসএফের অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় উদ্ধার নেশাসামগ্রী!


ডেস্কও ওয়েব ডেস্কঃ ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করল বিএসএফ।
বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, Covid-19 এর মধ্যেও সীমান্তে বিএসএফ নাগাড়ে মাদক বিরোধী অভিযান বজায় রেখেছে যাতে ত্রিপুরাকে সত্যিই মাদকমুক্ত রাজ্য করে তোলা সম্ভব হয়।
বিএসএফ জানিয়েছে, গত কাল রাতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৭,৩৯০ বোতল ফেন্সিডিল, ১৫০০ ইয়াবা ট্যাবলেট, ৬৯.৯৫ কেজি গাঁজা ও আরও বিভিন্ন মাদক। যার মোট বাজারদর প্রায় ২৬,১৮,২৭৯ টাকা।
গোপন সূত্রে বিএসএফ খবর পেয়েছিল, যাত্রাপুরের তিনদফায় প্রিয়তোষ শীল নামে এক ব্যক্তির বাড়িতে প্রচুর ফেন্সিডিল মজুত করে রাখা হয়েছে। সেই মতো বিএসএফের ১৩০ ব্যাটেলিয়ান ও পুলিশ অভিযান শুরু করে। প্রিয়তোষের বাড়িতে মেলে ৭২০০ বোতল ফেন্সিডিল। যার বাজারদর ১২,২১,৭৬৮ টাকা। তাকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ছাড়া এ দিন ভোররাতে শ্রীমন্তপুর পোস্টে কর্মরত বিএসএফ জওয়ানরা ১৫০০ ইয়াবা ট্যাবলেট-সহ একটি প্যাকেট উদ্ধার করে। যার বাজারদর ৭,৫০,০০০ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ