
ডেস্কও ওয়েব ডেস্কঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় বিগত লকডাউনের
চাইতে এবার নিয়মাবলী কিছুটা শিথিল করলো রাজ্য সরকার। ৪ আগস্ট, মঙ্গলবার ভোর ৫টায় শেষ
হতে যাচ্ছে রাজ্যে বলবত থাকা দ্বিতীয় দফার লকডাউন।
এই অবস্থায় সোমবার বিকেলে রাজ্য সরকার লকডাউনের পরবর্তী নির্দেশিকা ঘোষণা করে।
নয়া ঘোষণায় শুধুমাত্র জেলাশাসকদের ঘোষিত কনটেইনমেন্ট জোনগুলিতে আগামী ৩১ আগস্ট ভোর
৫টা পর্যন্ত লকডাউন বলবত থাকবে। এর পাশাপাশি ৪ আগস্ট ভোর ৫টা থেকে আগামী ১১ আগস্ট ভোর
৫টা পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশিকা মেনে কনটেনমেন্ট জোন বাদে বাকি এলাকাগুলিতে আনলক
মেজারস-১ বলবত রাখা হবে। তবে আগের মতোই রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু অর্থাৎ
নৈশকালীন বিধিনিষেধ বলবত থাকবে।
মোট কথায়, আগের দফার লকডাউন থেকে এই পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে ছাড় থাকছে। এর পাশাপাশি
কনটেইনমেন্ট জোনগুলিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা যাচাই করে জেলাশাসকগণ পরবর্তী সিদ্ধান্ত
গ্রহণ করবেন। উল্লেখ্য, নয়া প্রশাসনিক ঘোষণায় এখন থেকে মদের দোকানগুলি সকাল ৯টা থেকে
সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখতে পারবে

0 মন্তব্য