
ডেস্কও ওয়েব ডেস্কঃ আজ মঙ্গলবার থেকে ত্রিপুরায়
শুরু হচ্ছে আনলক ২ প্রক্রিয়া। রাজ্যে প্রায় সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে
যাচ্ছে। গণপরিবহন ব্যবস্থাও আরম্ভ হচ্ছে আনলক-২ প্রক্রিয়ায়।
বিপ্লব দেব সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর
জন্যে এই শিথিলতা দেয়া হয়েছে যদিও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব
বজায় রেখে এবং শতভাগ মাস্ক পরিধান করতে হবে। তবে পূর্বের মতোই রাতের কারফিউ রাত ৯টা
থেকে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে। আইন মেনে সকলকে চলাফেরা করতে হবে।
এদিকে আজ ১১ আগস্ট ভোর থেকে শুরু হয়ে
আগামি ৩১ আগস্ট দুপুর ১২ টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। করোনা অতিমারিকালে সকল
সময়ই একটা কঠোর নিয়মাবলীর মধ্য দিয়ে মানুষকে যেতে হবে।
ত্রিপুরার মুখ্যসচিব বিজ্ঞপ্তি জারি করে
স্পষ্ট জানিয়েছেন যে করোনার ঝুঁকি থাকা এলাকাগুলোতে কিন্তু লকডাউন জারি রাখা হবে। সে
অঞ্চল গুলোতে কেবল জরুরি পরিষেবা কার্যকর থাকবে।
এছাড়াও স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা
প্রতিষ্ঠান ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। জিমনেসিয়াম, সুইমিং পুল এবং স্পোর্টস মিলগুলো
আনলক ব্যবস্থা গ্রহণের সময় বন্ধ থাকবে। রাজনৈতিক বা সামাজিক কারণে অপ্রয়োজনীয় জমায়েতে
নিষেধাজ্ঞা রয়েছে।

0 মন্তব্যসমূহ