About Me

header ads

দোকান খোলার দাবিতে আমবাসায় বিক্ষোভ প্রদর্শন ব্যবসায়ীদের!


ডেস্কও ওয়েব ডেস্কঃ রাজ্যে চলছে আনলক ওয়ান। প্রশাসনের নির্দেশে নিত্যপ্রয়োজনীয় দোকানগুলো খোলা রয়েছে। অন্যদিকে অধিকাংশ দোকানপাট বন্ধ। আর তা নিয়ে আমবাসা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকটাই আর্থিক সংকটে পড়েছে আমবাসা বাজারের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার আমবাসা বাজারের অধিকাংশ ব্যবসায়ী আমবাসা পৌর পরিষদে বিক্ষোভ দেখায়। দোকান খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ব্যবসায়ীরা। প্রায় এক ঘন্টা চলে এই বিক্ষোভ। ব্যবসায়ীদের দাবি কয়েক ঘণ্টার জন্য হলেও প্রশাসন থেকে যেন দোকান খোলার অনুমতি দেওয়া হয়। না হলে তাদের খাদ্য সামগ্রী ব্যবস্থা করে দেওয়া। এসব দাবি নিয়ে আমবাসা পৌর পরিষদের বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা।
পরবর্তী সময় ছুটে আসে মহকুমা শাসক জে,বি দোয়াতি। কথা বলেন ব্যবসায়ীদের সাথে। কিন্তু ব্যবসায়ীরা মানতে নারাজ। তারপর চারজনের প্রতিনিধিদল মহকুমা শাসকের সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে দেয়।  মহকুমা শাসক ব্যবসায়ীদের দাবি নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলবেন বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ