
ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরার কোভিড কেয়ার
সেন্টারে কর্মরত এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে রাজ্য সরকার। ডাঃ. উত্তম ভট্টাচার্য
একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যাপকও। তিনি ভগত সিং করোনা
কেয়ার সেন্টারে কর্মরত ছিলেন। গত রাতে সরকার তাকে সাময়িক বরখাস্ত করেছে। তবে কি কারণে
ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা এখনো জানানো হয়নি।
চিকিৎসক ধরে নিয়েছেন যে গত রবিবার বিজেপি
বিধায়ক সুদীপ রায় বর্মণ পিপিই কিট পরে কোভিড কেয়ার সেন্টারে প্রবেশ করেছিলেন। এই
প্রসঙ্গেই হয়তো ডাঃ উত্তম ভট্টাচার্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএম বিধায়ককে
১৪ দিনের কোয়ারান্টিন যেতে বলেছিলেন কিন্তু সুদীপ রায় বর্মণ তা প্রত্যাখ্যান করেছেন।
ফলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে।
বুধবার জিবিপি হাসপাতালের ডাক্তাররা উত্তম
ভট্টাচার্যকে বরখাস্ত করার জন্যে বিক্ষোভ করেছে। এজিএমসির কাউন্সিল কক্ষের সামনে সংবাদ
মাধ্যমের সাথে আলাপচারিতায় এজিএমসি শিক্ষক ফোরাম, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন
(এটিজিডিএ) এবং ত্রিপুরা ইউনিট, অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) ঘটনার তীব্র
নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে বিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবীও জানিয়েছে।

0 মন্তব্য