About Me

header ads

কুঞ্জবনে বসতে পারে রাজ্য বিধানসভার অধিবেশন!


ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরা সরকার খোলা জায়গায় ক্লাস শুরু করে পঠনপাঠন শুরু করেছে। এবার ত্রিপুরার বিধানসভা অধিবেশনও খোলা এলাকায় করার পরিকল্পনা চলছে। এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে আগরতলার কুঞ্জবন হেরিটেজ পার্ক। আইনমন্ত্রী রতন লাল নাথ গত ২২শে আগষ্ট হেরিটেজ পার্ক ঘুরে দেখেন।
করোনা অতিমারি ও সামাজিক দূরত্ববিধির কারণে এবার আর বিধানসভা ভবনে অধিবেশন হওয়া সম্ভব নয়।
রতনলাল বাবু জানান, কোনও কোনও রাজ্যে খোলা জায়গায় বিধানসভা অধিবেশন হয়েছে। অসম ৫০ শতাংশ বিধায়ক-সহ বিধানসভা অধিবেশন করার পরিকল্পনা করেছে।
তিনি ও বিধানসভার সচিব সরেজমিনে হেরিটেজ পার্ক ঘুরে দেখেন সেখানে আদৌ বিধানসভা অধিবেশন চালানো সম্ভব কী না। সব দিক বিচার বিবেচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সব ঠিক থাকলে সম্ভবত সেপ্টেম্বরে বিধানসভা অধিবেশন হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ