
ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট
(ডিএম) এর বিরুদ্ধে অভিযোগ করেছেন একজন মহিলা চিকিৎসক। তিনি অভিযোগ জানিয়েছেন যে, ডিএম
উক্ত ডাক্তারকে অশ্লীলভাবে অপমান করেছেন। তিনি স্বাস্থ্য অধিদফতরের পরিচালককে চিঠি
লিখে এ মর্মে সমস্ত অভিযোগ জানিয়েছেন।
গোমতি জেলার ডিএমের বিরুদ্ধে এই অভিযোগ
উত্থাপিত হয়েছে। অভিযোগকারিণী উদয়পুর মহকুমা হাসপাতালের ডাক্তার নিস্তা দাস। তিনি
চিঠিতে লিখেছেন যে এসডিএমওর ফোন পাওয়ার পরে তিনি ডাঃ বি সি দে’র চেম্বারে গিয়েছিলেন গত রবিবার।
ডিএম ডাক্তার নিস্তাকে হুমকি দিয়েছেন
বলে অভিযোগ করেন তিনি। ত্রিপুরা স্বাস্থ্যবিভাগসহ বিভিন্ন দিক এবং নারীর উন্নয়ন তথা
সম্মানের দিকটি সরকার ভালোভাবে পর্যবেক্ষণ করছেন না। এর বহু প্রমাণ আগেও পাওয়া গেছে।

0 মন্তব্যসমূহ