About Me

header ads

উওর জেলায় রাবার বাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার!


ডেস্কও ওয়েব ডেস্কঃ মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন দেওয়ানপাশা রাবার বাগান থেকে এক মধ্য বয়সি ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নাম মিজু তাঁতি। বয়স ৩৫।
স্থানীয় মানুষদের কাছ থেকে খোঁজ নিয়ে ধর্মনগর পুলিশ স্টেশন থেকে বিশাল পুলিশ বাহিনী রাবার বাগানে তল্লাশি চালায়। সঙ্গে ডগ স্কোয়ার্ড ছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এসডিপিও, ধর্মনগর নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তদন্তে তদারকিও করেন।
প্রাথমিকভাবে তদন্তের পর খুন বলে ধর্মনগর পুলিশমনে করছে। মৃতদেহের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মৃতের পরিবার এবং পরিচিতদের সঙ্গে কথা বলেছে পুলিশ। কি কারণে মিজু তাঁতিকে খুন করা হল বা কে করল তার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ