About Me

header ads

রাজ্যে ফাঁসিতে আত্মঘাতী মোটর মেকানিক্স!


ডেস্কও ওয়েব ডেস্কঃ  উদয়পুর  ডাকবাংলা  রোডের বিদ্যালয়  পরিদর্শকের  কার্যালয়  চত্বরের একটি জাম গাছে সোমবার  সাত  সকালে  এক যুবকের ঝুলন্ত  মৃতদেহ উদ্ধার  হয়েছে l মৃতের নাম জয়দীপ দাস(১৯)।
ওই  অফিস লাগোয়া  পেছন  দিকেই যুবকের বাড়িl দেহ  ঝুলন্ত  অবস্থায়  দেখতে  পেয়ে বাড়ির  লোকজন পুলিশে খবর  দেয় l পুলিশ  এসে দেহ  উদ্ধার  করে মর্গে পাঠায়।
পরিবারের  সদস্যের  দাবি,  রবিবার  রাত  সারে আটটার  পর থেকে  ওই  যুবক  নিখোঁজ হয়ে  যায়l জয়দীপ উদয়পুর  পশু  হাসপাতাল  সংলগ্ন  একটি  শোরুমে  মোটর  মেকানিক্স  হিসেবে  কাজ  করতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ