
ডেস্কও ওয়েব ডেস্কঃ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন মঙ্গলবার
কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসকদের সাথে দুর্ব্যবহারে জড়িত ছয় আসামিকে পুলিশের কাছে
সোপর্দ করেছে।
মঙ্গলবার পুলিশ তাদের আদালতে নিয়ে যায়। কিছুদিন আগে কোভিড রোগীরা আগরতলার ভগত
সিং কোভিড কেয়ার সেন্টারে স্বাস্থ্য মহিলা কর্মী এবং চিকিত্সকের উপর থুতু ফেলে এবং
দুর্ব্যবহার করে।
চিকিৎসক সংগীতা চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের
করেছিলেন। ভদ্রমহিলা ডাক্তারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ডিএম এনসিসি থানায় এফআইআর
দায়ের করেন করেন।
এই একই ঘটনা হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারেও ঘটেছিল। হাপানিয়ায় দু'জন রোগীকে
দোষী সাব্যস্ত করা হয়েছে। উক্ত দুই মামলায় মোট ৬ জন দোষীকে আদালতে নেয়া হয়েছে।
কিন্তু যেহেতু তাঁদের চিকিৎসা শেষ হয়নি, তাই জেলা প্রশাসন উক্ত ছয়জন রোগীকে অন্যান্য
সিভিডের রোগীদের থেকে পৃথক করে রেখেছিলেন। তাদের অন্য কোভিড কেয়ার সেন্টারে প্রেরণ
করা হয়েছিল। গতকাল তাদের চিকিৎসা সম্পূর্ণ হয়েছে এবং আজ তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ