
ডেস্কও ওয়েব ডেস্কঃ ১০৩২৩ নিয়ে শীর্ষ আদালত একটি রায় দেয়। এই রায়ে ১০৩২৩ –কে বিকল্প চাকুরী দেওয়ার কথা বলা হয়েছে। সেই মোতাবেক রাজ্য সরকারের কাছে ১০৩২৩
টিমের পক্ষ থেকে তা দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়। এখনো পর্যন্ত ৬০ জনের উপর মৃত্যু
হয়েছে চাকুরীচ্যুত শিক্ষক- শিক্ষিকাদের। নতুন করে যেন কোন মৃত্যু না হয় তা নিশ্চিত
করতে এই পদক্ষেপ দ্রুত নেওয়ার দাবি জানায় ১০৩২৩ টিম।
তারা জানান ৫৮ টি
রিটকে ক্লাব করে জাজমেন্ট দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার ৫৭ টি রিটকে কার্যকর করে। একটি
রিট কার্যকর করা হয়নি। কেন এই একটি রিটকে বাদ দেওয়া হল তা নিয়ে প্রস্ন তোলেন ১০৩২৩
টিম। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ১০৩২৩ টিমের পক্ষ্যে অজয় দেববর্মা।
আগামী দিনে কোন
আন্দোলন কর্মসূচী হলে তাঁর জন্য ১০৩২৩ দায়ি থাকবে না। কিছু দিনের মধ্যে এডিসি এলাকায় বৈঠক করা হবে। সেখান থেকে ভবিস্যৎ কর্মসূচী
ঘোষণা করা হবে বলে জানান তিনি।

0 মন্তব্যসমূহ