
ডেস্কও ওয়েব ডেস্কঃ নেশামুক্ত ত্রিপুরা শুধু মুখেই স্লোগান। আদতে নেশার রমরমা বাণিজ্য চলছে গোটা রাজ্যেই।
তবে নতুন সরকার আসার পরে গাঁজা চাষি ও ব্যবসায়ীদের দমন করতে নেমেছে পুলিশ। কয়েকশো
কোটি টাকার গাঁজা আটক হয়েছে ত্রিপুরায়। কানি কানি গাজা বাগান ধ্বংস করা হয়েছে তবুও
ত্রিপুরা থেকে এখনো বহিরাজ্যে গাঁজা পাচার হচ্ছে।
শুক্রবার ত্রিপুরার প্রবেশপথ
চুরাইবাড়িতে টাটা মালবাহী ডাম্পার গাড়ি থেকে মোট ৫০ প্যাকেটে ৫০০ কেজি গাঁজা উদ্ধার
করে চুড়াইবাড়ি থানা পুলিশ। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে খবর ছিল
মালবাহী ডাম্পার গাড়িতে গাজা আসবে আগরতলা থেকে। সেই মতো চুড়াইবাড়ি থানাকে সতর্ক
করে রাখা হয়েছিল।
শুক্রবার বিকেল ৪ টা নাগাদ
গাড়িটি যখন চুড়াইবাড়ি থানার সামনে আসে তখন গাড়িটিকে আটক করা হয়। গাড়িটিতে দুটি নাম্বার
প্লেট ছিল। একটা আসামের এবং একটা ত্রিপুরার। ডাম্পার থেকে দুইজনকে আটক করা হয়েছে।
একজনের নাম সবুজ মিয়া বাড়ি উদয়পুর অন্যজনের নাম সত্তার মিয়া, তার বাড়ি সোনামুড়া।
জেলা পুলিশ সুপারের মতে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

0 মন্তব্যসমূহ