About Me

header ads

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ পশ্চিম ত্রিপুরায়!


ডেস্কও ওয়েব ডেস্কঃ পানীয় জলের দাবিতে আজ সকালে ত্রিপুরার দক্ষিণ হাদরাইতে স্থানীয় মানুষ জাতীয় সড়ক অবরোধ চালান। বড়ামুড়া শালকাকামি গ্রামের মানুষের দাবি তাঁরা দীর্ঘদিন ধরে পানীয় জল পাচ্ছেন না। কিন্তু কান দিচ্ছে না প্রশাসন। এলাকাটি পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়ার মহকুমার অধীনে পড়ে।
গতকাল (১৭ই আগষ্ট) সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে সড়ক অবরোধ। খবর পেয়ে পুলিশ-প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে যান। গ্রামের মানুষ জানান, তাঁদের ভাল খাবার জলের কোনও উৎসই নেই। দীর্ঘদিন ধরে নোংরা জায়গা থেকে আনা জলই তাঁদের পান করতে হচ্ছে। ফলে বাড়ছে রোগব্যাধি। প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ