About Me

header ads

ইন্দো-বাংলা সীমান্তে বিএসএফের সঙ্গে স্থানীয়দের তীব্র সংঘাত!


ডেস্কও ওয়েব ডেস্কঃ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার আওতাধীন ১ নং ওয়ার্ডের ইছাইরপাড়ের ইন্দো-বাংলা সীমান্ত থেকে তীব্র উত্তেজনার সংবাদ পাওয়া গেছে। স্থানীয় জনগণ এবং ভারত সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষে আহত হয়েছেন মোট ৩ জন।
আহতরা অভিযোগ জানিয়েছেন, রাত সাড়ে ৮ টার দিকে একজন ৪০ বছর বয়সী মহিলা বাড়ির পিছনে প্রকৃতির ডাকে বেরিয়েছিলেন। তখনই একজন বিএসএফ জওয়ান মহিলার হাত ধরে।
এই ঘটনার অন্যান্য লোকেরা প্রতিবাদ করতে বাড়ি থেকে বেরিয়ে আসে। তখনই বিএসএফের ২৫/৩০ সদস্যের একটি দল এলোমেলোভাবে তাঁকে মারধর করে এবং তাঁর দিকে গ্যাস ছুঁড়ে দেয়। কামাল উদ্দিন, মাসুক মিয়া ও মুছলিমা বেগম গুরুতর আহত হয়েছেন ঘটনায়।
এমন ঘটনার খবর পেয়ে কদমতলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গুরুতর অবস্থায় তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুজনকে ধর্মনগর জেলা হাসপাতালে এবং একজনকে কদমতলা পল্লী হাসপাতালে প্রেরণ করে।
কদমতলা থানার পুলিশ এবং ১৬৬ তম বিএসএফ ব্যাটালিয়নের সংস্থা কমান্ডার পুরো বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তাঁরা কোন কথাই বলেননি। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকার মানুষের মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ