About Me

header ads

রাজ্যে আরও এক বিধায়কের দেহে করোনা শনাক্ত!


ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরা রাজ্যে আরও একজন বিধায়কের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার শনিবার ধরা পড়েছে তিনি করোনা পজিটিভ। ধনঞ্জয় রাইমা ভেলি আসনের বিধায়ক।
তিনি জানান, গত দুদিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন। এদিন তিনি গন্ডাচড়া মহকুমা হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করান এবং ফলাফল পজিটিভ আসে। বিধায়ক পজিটিভ হওয়ার পর তাঁর পরিবারের সদস্য এবং তাঁর গাড়ির চালক, পরিচারক ও কর্মচারী সচিব অফিসারদেরও পরীক্ষা করা হয়। কিন্তু তাঁদের রেজাল্ট নেগেটিভ এসেছে।
ধনঞ্জয় ত্রিপুরা জানিয়েছেন, তিনি বর্তমান গান্ডাচেরা হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাঁকে সাগর মহল কোভিড কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হবে। এর আগেও ত্রিপুরার আরেকজন বিধায়ক রামপদ জামতিয়া কোভিড আক্রান্ত হয়েছিলেন। বর্তমান তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ