
ডেস্কও ওয়েব ডেস্কঃ মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ প্রাক্তন
মন্ত্রী বীরজিত সিনহার গাড়িতে হামলা সংঘটিত হয়। আগরতলা থেকে কৈলাসহরে যাবার পথে জিরানিয়াতে এই হামলা সংঘটিত
হয়। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। প্রাক্তন মন্ত্রীর ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী আহত হয়। এ ব্যাপারে জিরানিয়া থানায় শ্রী সিনহা
নিজেই মামলা দায়ের করেছেন।
অভিযোগ পত্রে তিনি
উল্লেখ করেছেন, রাস্তার পাশে একটি হোটেলে তার পিজি ও সহযাত্রীরা খাবার খেতে ঢুকলে তখন
কতিপয় যুবক অশ্লীল গালিগালাজ করে ও গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়ে। পিজি জয়নাল মিঁঞার
হাতে আঘাৎ লাগে। গাড়ির কাচ ভেঙ্গে যায়।
এই ঘটনার প্রতিবাদে
আগরতলা কংগ্রেস ভবনের সামনে ও কৈলাসহরে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং থানায় ডেপুটেশন দেয়।

1 মন্তব্যসমূহ
The King Casino - Ventureberg
উত্তরমুছুনThe King Casino septcasino is https://vannienailor4166blog.blogspot.com/ owned sol.edu.kg by British casino operator Crown https://deccasino.com/review/merit-casino/ Resorts and operated by Crown ventureberg.com/ Resorts. It is owned by British ADDRESS: CASTLE