About Me

header ads

কোভিড টেস্টের সময় রাজ্যে তিন দিনের শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য!


ডেস্কও ওয়েব ডেস্কঃ বুধবার বিকেলে আগরতলা জিবিপি হাসপাতালে একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, কোভিড পরীক্ষা করার সময়ই মাত্র তিনদিনের শিশুটি মারা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার এক আসন্নপ্রসবা মাকে জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার ভদ্রমহিলা একটি সন্তানের জন্ম দেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রসবের পর পরই মহিলাকে জিবিপি কোভিড ওয়ার্ডে প্রেরণ করা হয়। এবং তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানান।
সোমবার রাতে মা এবং সদ্যোজাত সন্তানকে কোভিড কেয়ার ওয়ার্ডে ভর্তি করা হয়। পরিবারের লোকজনেরা জানিয়েছেন, বুধবার দুপুরে করোনা পরীক্ষার জন্য নবজাতক সন্তানটির নাকে কিছু ঢুকানো হয়েছিল। এর পর থেকেই শিশুটির নাক দিয়ে রক্ত বেরনো আরম্ভ হয়। এর কিছুক্ষণ পরই মারা যায় সদ্যোজাত। 
এই ঘটনার পরই ক্ষুব্ধ হয়ে উঠেছেন রোগীর পরিবারের মানুষ। সদ্যোজাতের মৃত্যুর জন্যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাই দায়ী, অভিযোগের আঙুল তোলেন তাঁরা। কিন্তু এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোন টু-শব্দটি করেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ