
ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরায় ক্রমেই সঙ্কটজনক চেহারা নিচ্ছে
করোনা অতিমারি। গত কাল ত্রিপুরায় করোনা আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। গত চার দিনে রাজ্যে ১৫
জন মারা গিয়েছেন। গত বৃহস্পতিবার ২ জন, শুক্রবার তিনজন, শনিবারে ৬ জন ও রবিবার মারা
গিয়েছেন চার জন।
মৃত্যু বাড়তে থাকায়
ত্রিপুরার মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে
৫৯ জন। মৃত্যুর নিরিখে উত্তর-পূর্বে অসমের পরেই এখন ত্রিপুরার স্থান। রাজ্য সরকার ২৭
জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সমীক্ষা চালিয়েছে। দেখা হয়েছে
কাদের শরীরে আছে কোভিডের লক্ষণ।
সমীক্ষা শেষ হওয়ার
দুই সপ্তাহ কেটে গেলেও পরিস্থিতির উন্নতি হয়নি। রবিবার রাতে স্বাস্থ্য দফতরের দেওয়া
বিবৃতি অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭২০৪ জন। নতুন করে আক্রান্তের
সংখ্যা ১৪৩। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৮৫৬ জন। প্রাতিষ্ঠানিক
কোয়রান্টিনে ১৮৫৬ জন আছেন। হোম কোয়রান্টিনে আছেন ৩৬২২ জন।

0 মন্তব্য