
ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরা স্বাস্থ্য বিভাগ শিক্ষার্থীদের
হতাশা কাটানোর জন্যে একটি কল সেন্টার চালু করেছে। কোভিড ১৯ মহামারি ছড়িয়ে পড়ার ফলে
স্কুলের বাচ্চারা কার্যত ঘরবন্দী। এই সময় মানসিক চাপ বাড়াটা খুব স্বাভাবিক। এছাড়া পড়াশোনারও
বিভিন্ন চাপ আছে।
সম্প্রতি বিভিন্ন গবেষণা এবং গবেষণা শিক্ষার্থীদের মধ্যে হতাশাবোধ এবং উদ্বেগের
লক্ষণগুলির উপস্থিতি সম্পর্কে জানিয়েছে। এই প্রসঙ্গে শিক্ষার্থীরা যেন তাদের হতাশা
কাটিয়ে উঠতে পারে, সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এই কল সেন্টারটি শুরু করেছে।
প্রকল্পটি চালু করার সময় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন যে, ত্রিপুরায় প্রায়
৩৬ লক্ষ মোবাইল ফোন বিদ্যমান যার অর্থ প্রায় প্রত্যেকেরই একটি মোবাইল ফোন রয়েছে এবং
শিক্ষার্থীরা অবশ্যই বাড়ি থেকে কল সেন্টারে কল করে তাঁদের সমস্যাগুলো জানাতে পারবে।
সেখানে থাকবেন চিকিৎসক, কাউন্সিলরসহ বিষয়-বিশেষজ্ঞ, শিক্ষকরাও। কল সেন্টারের নম্বরটি
০৩৮১-২৪১০০৫৩ (0381-2410053)।

0 মন্তব্য