About Me

header ads

আবারও বিজেপি ও আইপিএফটি সংঘর্ষে উতপ্ত রাজ্য!


ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরার গোমতী জেলায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ল বিজেপি ও আইপিএফটির সমর্থকেরা। পুলিশ জানায়, দুই তরফেই বেশ কয়েকজন জখম হয়েছেন।
কয়েকদিন আগেই তাইদু এলাকায় বিজেপি ও আইপিএফটির সদস্যদের মধ্যে হাতাহাতি হয়েছিল। তার রেশ না কাটতেই আজ ফের তাইদু বাজারে দুই দলের সদস্য-সমর্থকেরা সংঘর্ষে জড়ান।
এসডিপিও তুহিতন দেববর্মা জানান, আজ তাইদু বাজার কমিটি গঠনের কথা ছিল। সকাল থেকে দুই তরফের সমর্থকেরা লাঠি, তীর-ধনুক ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হতে থাকেন। বিজেপি সদস্যরা সংখ্যায় বেশি থাকায়, তারাই বাজার কমিটি দখল করে। তা নিয়েই বেলা ১২টা নাগাদ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে থামাতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোঁড়ে। সংঘর্ষে দুটি বাইক পোড়ানো হয়। এসডিপিও-সহ একাধিক পুলিশকর্মীও জখম হন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ