About Me

header ads

বিজেপি ও সিপিএমের মধ্যে খন্ড যুদ্ধে রণক্ষেত্র সাব্রুম!


ডেস্কও ওয়েব ডেস্কঃ বুধবার সকাল ১০টা নাগাদ সাব্রুম  রুপাইছড়ি  ব্লকের সামনে শাসক দল  বিজেপি সিপিএমের মধ্যে খন্ড যুদ্ধে আহত  উভয়  দলের বেশ কয়েক জন কর্মী।
আহতরা বর্তমানে  মহকুমার বিভিন্ন  হাসপাতালে  চিকিৎসা ধীন। বুধবার রাজ্য ব্যপি দলীয় কর্ম সুচির অঙ্গ হিসাবে ডাকা ১৬ দফা দাবির সমর্থনে সিপিএম কর্মীরা রুপাইছড়ি ব্লকের সামনে আন্দোলনে নামলে সেখানেই শাসক  দলের কর্মীদের সঙ্গে  বাঁধে এই খন্ড  যুদ্ধ। ঘটনার পর  বর্তমানে রুপাইছড়ি ব্লক ও চাতকছড়ি বাজারে বিরাজ  করছে থমথমে পরিবেশ। এলাকায়  মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ