
ডেস্কও ওয়েব ডেস্কঃ বামুটিয়া রাঙ্গুটিয়া
গ্রামের বিয়ে বাড়ির অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামে কোভিড-১৯ সংক্রমণ হওয়ার পর গ্রামের
বিভিন্ন প্রবেশদ্বারে ব্যারিকেড দিয়ে আটকে দেয় প্রশাসন।
এরই পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষ আজ সকালে
বিক্ষোভ দেখাতে শুরু করে। বেরিকেটের সামনে উৎপাদিত ফসল ফেলে দিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসী।
তাদের অভিযোগ গ্রামের লোকদের আটকে রাখলে চাষীদের সবজি বিক্রি করতে চরম সমস্যার মুখে
পড়তে হবে। এছাড়াও অন্যান্য পরিষেবায় ব্যাঘাত ঘটবে। এ কারণে গ্রামবাসীদের বিক্ষোভ
প্রদর্শন।
অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে
গ্রামের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করা সহ বিভিন্ন প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য
নিয়োগ করা ভলেন্টিয়ার দের বক্তব্য মঙ্গলবার ভোর থেকেই বেরিকেটের সামনে উপস্থিত ছিলেন
তারা। তারা চেয়ে ছিলেন চাষিদের উৎপাদিত ফসল গুলো নিয়ে বিক্রি করে কৃষকের হাতে পয়সা
তুলে দিতে। কিন্তু তাতে গ্রামবাসী এবং কৃষক কেউ রাজি হয়নি। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

0 মন্তব্য