
ডেস্কও ওয়েব ডেস্কঃ গত রাতে আগরতলায় ধর্মীয় সংখ্যালঘু
অধ্যুষিত অঞ্চলে নৃশংস আক্রমণ করা হয়েছে কয়েকজনের উপর। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী,
যারা তাদের উপর হামলা করে তারা আরএসএস এবং ভিএইচপি ব্যাকগ্রাউন্ডের।
সংঘর্ষটি হয়েছে ইন্দো-বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী জয়নগর, জয়পুর এবং রাজনগর
এলাকায়। এই অঞ্চলগুলি আগরতলা শহরের খুব কাছেই। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়েই
ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ।
এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, এটি আশ্চর্যের। এলাকায় নিরাপত্তা বাহিনী
মোতায়েন করা হয়েছে। হামলার পর তাঁদের গরুগুলিও বাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে
অভিযোগ রয়েছে। আগরতলার রামনগরে (৭) দুলাল মিয়া এবং আরও দুজনের বাড়িতে হামলা করা
হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
কিছু দুর্বৃত্ত আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের নাম নিয়ে তাঁদের উপর আক্রমণ চালায়।
দুর্বৃত্তরা তাদের গাভী নিয়ে যায়। হামলা ও পাল্টা হামলার সময় আরও কয়েকজন আহত হয়েছেন।
তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন। দুলাল মিয়া আহতদের একজন হাসপাতালে ভর্তি ছিলেন।
সিপিআইএম এবং কংগ্রেস এই হামলার নিন্দা করেছে।

0 মন্তব্যসমূহ