
ডেস্কও ওয়েব ডেস্কঃ ব্লকের কমপ্লেক্সের
ভেতরের কোয়ার্টারে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মৃত্যু এক ব্যক্তির। ঘটনা জম্পুইহিল আর
ডি ব্লকের কমপ্লেক্সের ভিতরে অফিসার কোযইয়ার্টার গুলির মধ্যে।
জানা যায় জোসেফ রাংখল পঞ্চায়েত এক্সস্টেনশন
অফিসার। তাঁর নিজের কোয়ার্টারেই চতুর্দিকে দরজা এবং জালনা ভিতর থেকে বন্ধ
অবস্থায় ছিল। তাই সেই ব্লকের থেকে ভাংমুন থানায় জানানো হয়। ভাংমুন থানা থেকে ছুটে যায় পুলিশ। তাঁরা এসে দেখেন
কোয়াটারের দরজা বন্ধ অবস্থায় ছিল। পরে পুলিশ ঘরের
দরজা খুলে দেখতে পায় ভিতরে জোসেফ রাংখল ঝুলন্ত
অবস্থায় রয়েছে।
জোসেফ রাংখলের মৃতদেহ ভাংমুন থানার পুলিশ
উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ময়নাতদন্তের পরে আত্মীয়-পরিজনদের হাতে মৃত দেহ তুলে দেওয়া হয় । আরো জানা যায় মৃত
পঞ্চায়েত এক্সস্টেনশন অফিসার জোসেফ রাংখলের পিতা ভাংমুন থানায় একটি লিখিত জমা দেন।
পুলিশ গোটা বিষয়ের তদন্ত করে দেখছে।

0 মন্তব্য