
ডেস্কও ওয়েব ডেস্কঃ ১আগস্ট ; ফের হাওড়া জেলে নেমে নিখোঁজ
হয়ে গেল এক ব্যক্তি। ঘটনা শনিবার দুপুরে রাজধানীর মাস্টার পাড়া গীতা মন্দির সংলগ্ন
এলাকাতে । স্থানীয় নারায়ন দেবনাথ(৬০) নামে এক ব্যক্তি নদীতে নেমে আর উঠে আসেননি।
উনার স্ত্রীর বিবরণ বাজার থেকে দুপুরে বাড়িতে এসে স্নান করতে নদীতে গিয়েছিলেন
নারায়ণ দেবনাথ। উনার সঙ্গে নদীতে স্নান করছিলেন আরেক প্রতিবেশী। নারায়ন বাবু নদীর
জলে ডুব দিয়ে আর উপরে উঠেন নি। এরপরই শুরু হয় খোঁজখবর। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে
যায়। ছুটে যান দমকল কর্মীরা।
প্রশাসনের লোকেদের আগে প্রতিবেশী স্থানীয় লোকজন নদীর জলে নেমে নারায়নপুর খোঁজ
শুরু করেন। কিন্তু খবর লেখা পর্যন্ত উনাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পাওয়া যায় নি
উনার দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য রয়েছে। উদ্ধারকাজে জাতীয় দুর্যোগ
মোকাবেলা টিম নামেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।

0 মন্তব্য