
ডেস্কও ওয়েব ডেস্কঃ গুয়াহাটি ,জয়পুর ও তিরুবনন্তপুরম এই তিনটি বিমানবন্দর লিজ দেবার প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ পরিচালিত বিশ্ব প্রতিযোগিতামূলক নিলামে সফল দরদাতা হিসেবে
ঘোষিত আদানি এন্টারপ্রাইজ লিমিটেডকে এই তিনটি বিমানবন্দর পরিচালন ও বিকাশে ৫০ বছরের
জন্য লিজ দেওয়া হয়েছে।
এর ফলে রাষ্ট্রায়ত্ত
এই ক্ষেত্রগুলিতে প্রয়োজনীয় বিনিয়োগ ছাড়াও পরিষেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি
এবং পেশাদারিত্ব আসবে বলে মনে করা হচ্ছে। সরকার প্রায় এক দশক আগে বিমান চলাচল ক্ষেত্রের
পরিচালন এবং উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে দিল্লি এবং মুম্বাই বিমানবন্দর
লিজ দিয়েছিল।
ভারতীয় বিমানবন্দর
কর্তৃপক্ষ এই বিমানবন্দরগুলি লিজ দেওয়ার জন্য ২০১৮ সালের ১৪ই ডিসেম্বর বিশ্বব্যাপী
নিলাম প্রতিযোগিতার প্রস্তাব দিয়েছিল। ২০১৯-এর ১৬ ফেব্রুয়ারি থেকে এই নিলাম প্রক্রিয়া
শুরু হয়। আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড জয়পুর, গুয়াহাটি ও তিরুবনন্তপুরম – এই তিনটি বিমানবন্দরের জন্য সর্বাধিক সফল দরদাতা হিসেবে বিবেচিত হয়েছে।

0 মন্তব্য