
ডেস্কও ওয়েব ডেস্কঃ ধর্মনগরে সাঁতার কাটতে নেমে ডুবে গিয়েছিল তরুণ সঞ্জীব। নিখোঁজ তরুণের সন্ধানে ত্রিপুরার
ধর্মনগর সরোবরে বেশ কয়েকবার তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ ও দমকলবাহিনীর লোকেরা।
কিন্তু সরোবরে তলিয়ে
যাওয়া তরুণ সঞ্জীবের দেহ উদ্ধার করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা
বাহিনী বা এনডিআরএফ অভিযানে নামে। রবিবার সকালে উদ্ধার হল সঞ্জীবের দেহ।
উল্লেখ্য, শনিবার
ছয় বন্ধু মিলে ধর্মনগর সরোবরে সাঁতার কাটতে যায়। কিন্তু তাঁদের মধ্যে সঞ্জীব সাঁতার
জানত না। সে তলিয়ে যায়। বন্ধুরা তাকে বাঁচাতে না পেরে পুলিশকে জানায়। পুলিশ ও দমকল
এসে দেহ উদ্ধারের চেষ্টা করলেও খুঁজে পায়নি। শেষ পর্যন্ত রবিবার সকালে এনডিআরএফ দেহ
জল থেকে তোলে।

0 মন্তব্যসমূহ