About Me

header ads

রাজ্যে আবারও ধর্ষণের শিকার এক নাবালিকা!


ডেস্কও ওয়েব ডেস্কঃ আবারও ধর্ষণের মতো ন্যক্কার জনক ঘটনা ঘটলো আমবাসায়। ধর্ষণের শিকার হলো ১৪ বছর বয়সি এক উপজাতি নাবালিকা। ঘটনার বিবরণে জানা যায় উপনগরের সেগুন গামাই পাড়া এলাকায় নিজ  বাড়িতেই সোমবার বিকেলে বসে রান্নার জন্য সবজি কাটছিল সে। তার বাবা ও মা দুজনেই জুম চাষী। ঐ সময় দুজনেই জুমে ছিলেন। ছোট ভাই বাড়ির পাশে খেলতে গিয়েছিল বলে জানা যায়।
সে সময় মেয়েটির একাকিত্বের সুযোগ নিয়ে কাঠালবাড়ি মগপাড়ার যুবক কুথাই মগ, বয়স ২৮-এর তার বাড়িতে প্রবেশ করে। তার কথা অনুযায়ী মেয়েটির মুখে চাপ দিয়ে ধরে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তী সময় মেয়েটির মা বাবা বাড়িতে আসলে তাদের সম্পূর্ণ বিষয়ে জানায়।
রাতে আমবাসা থানার দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। লিখিত একটি অভিযোগ জানায়। রাতে মেয়েটির শারীরিক পরীক্ষা করা হয়। আমবাসা থানায় লিখিত অভিযোগ জানায়। আমবাসা থানায় পকসো আইনে মামলা নথিভুক্ত হয়। তবে এঘটনার সাথে যুক্ত কুথাই মগ পলাতক। যার খোঁজে রয়েছে আমবাসা থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ