
ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরা রাজ্যে এক প্রতিবেশী আট বছরের শিশুকে
ধর্ষণ করেছে। এই জঘন্য ঘটনাটি ঘটেছে বিশালগড়ের কেকে নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সজল ভৌমিককে বিশালগড় মহিলা থানার পুলিশ গ্রেপ্তার
করে। মেয়ের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে মা রবিবার রাতে বিশালগড় মহিলা থানায় ছুটে
যান। পুলিশের কাছে বিচার চান।
মা জানান, তাঁর মেয়ে শনিবার বিকেলে অভিযুক্ত সজল ভৌমিকের বাড়ির কাছে নদীতে মাছ
ধরতে গিয়েছিল। এরপর ধর্ষক সজল শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। ভয়ে বাড়িতে
এসে শিশুটি মুখ খুলতে পারেনি।
রবিবার রাতে, হঠাৎ ব্যথায় চিৎকার করতে থাকে। তখন শিশুর মা তাকে বারবার জিগাসা করায়
সে কাঁদতে কাঁদতে মাকে সব জানায়। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযুক্তকে তার বাড়ি
থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

0 মন্তব্য