
ডেস্কও ওয়েব ডেস্কঃ এই প্রথমবার উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায়
মহিলারা টিএসআর-এর চাকুরির জন্যে আবেদন করেছেন। ভারত তথা রাজ্যের জন্যে অত্যন্ত সুখের
খবর। করোনাকালেও এই সংবাদ অত্যন্ত আনন্দের। নারী এগোলেই জাতি এগোবে।
শনিবার রাজ্যের শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ জানাচ্ছেন, ১ হাজার ৪৮৮টি শূন্যপদে
টিএসআর নিয়োগে ৩৫ হাজার ৬৪২টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে ৪ হাজার ৭৫২ জন রয়েছেন
মহিলা আবেদনকারী।
মন্ত্রী রতনলাল জানাচ্ছেন, ত্রিপুরায় টিএস আর-এর দুটো আইআর ব্যাটালিয়ান নিয়োগে
মোট ১ হাজার ৪৮৮টি পদ শূন্য থাকা স্থানে অনুমোদন দিয়েছিল বিপ্লব দেব সরকার। এই পদে
৭৫ শতাংশ রাজ্য থেকেই নিয়োগ করা হবে বাকি ২৫ শতাংশ বহিঃরাজ্য থেকে।

0 মন্তব্য