
ডেস্কও ওয়েব ডেস্কঃ জলপথে ত্রিপুরায় পণ্য পরিবহন শুরু হচ্ছে।
পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে প্রথমবার ১৪ জুলাই জলপথে পণ্য রওনা হবে। ১৮ জুলাই তা পৌঁছাবে
ত্রিপুরার সোনামুড়ায়।
মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব জানান, হলদিয়া থেকে রড বোঝাই জাহাজ রওনা হবে। ১৮
জুলাই জাহাজটি রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়ায় তৈরি ভাসমান জেটি-তে এসে পৌছাবে।
তাঁর মতে, এটি রাজ্যের উন্নয়নে এক ঐতিহাসিক সংযোজন হতে চলেছে। মাত্র তিন সপ্তাহের
মধ্যে সোনামুড়ায় ভাসমান জেটি তৈরি করেছে ভারতের অন্তর্দেশীয় নৌপথ কর্তৃপক্ষ।
২০ মে ভারত-বাংলাদেশের মধ্যে ত্রিপুরার সোনামুড়া-দাউদকান্দি জলপথ চালু করার ব্যাপারে
সিদ্ধান্ত হয়েছিল।
মুখ্যমন্ত্রী বাংলাদেশের সঙ্গে জলপথে পণ্য পরিবহণ দ্রুত শুরু করতে আগ্রহী। তাই
তিনি গোমতী নদীর গভীরতা বাড়ানোর জন্যে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন।

0 মন্তব্যসমূহ