About Me

header ads

পুলিশ ব্যারিকেডে ধাক্কা লেগে মর্মান্তিক মৃত্যু টিএসআর হাবিলদারের!


ডেস্কও ওয়েব ডেস্কঃ জনতা কারফিউর সাত সকালে বাইক দুঘর্টনায় মৃত্যু হয় এক টি এস আর হাবিলদারের। খবরে প্রকাশ উদয়পুর মহকুমার বাগমা পুলিশ ফাঁড়ি থানার সামনে জাতীয় সড়কে জেলার নাঁকা পয়েন্টে দ্রুত গতিতে বাইক চালক ধাক্কা মেরে রাস্তায় লুটিয়ে পরেন।
বাইক চালক জয়দেব দাস(৪০)পেশায় টিএসআর এর ৩-নং ব্যাটেলিয়ানের হাবিলদার। তিনি বর্তমানে আগরতলায় কর্মরত। রবিবার সকাল সাতটা নাগাত নিজের টিআর ০৩-৯৬৭৮ নম্বরের বাইক নিয়ে গকুলপুর স্থিত বাড়ি থেকে আগরতলা কর্মস্থলে যাবার পথে বাগমা আসতেই দূর্ঘটনার কবলে পরেন। সঙ্গে সঙ্গে বাগমা ফাঁড়ির ওসি সুশান্ত দেব দূর্ঘটনাগ্রস্ত টিএসআর-কে নিজ গাড়িতে করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যান। জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসকরা দুর্ঘটনা গ্রস্তকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য বাইক দুর্ঘটনায় মৃত টিএসআর হাবিলদারের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত।মৃতার একটি পুত্র সন্তান রয়েছে। সাতসকালে দুর্ঘটনায় টিএসআর এর মৃত্যুর ঘটনায় অন্নান্য সহকর্মী এবং গোটা উদয়পুর মহাকুমায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ