
ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরা বোর্ডের নতুন পাঠক্রমের দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হল আজ। এই
বছর ৬৯.৪৯ শতাংশ পড়ুয়া মাধ্যমিক পাশ করেছে। মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে
আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ, সে পেয়েছে ৪৮৮ নম্বর।
দ্বিতীয় স্থানে আছে রেশমবাগান হায়ার সেকেন্ডারি স্কুলের তৃষাশ্রী দেওয়ান,
শঙ্করাচার্য বিদ্যায়তন বালিকা বিদ্যালয়ের মেঘা শর্মা
এবং শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলের অভিরাজ পাল। সকলেই পেয়েছে ৪৮৭ নম্বর।
প্রথম দশে রয়েছে ২৪ জন ছাত্রছাত্রী। স্কুল থেকে রিভিউ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার
শেষ তারিখ ৮ জুলাই। মুখ্যমন্ত্রী বিল্পব দেব সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান।
এ’বছর মোট ৪৮৯৯৪
জন পড়ুয়া পরীক্ষায় বসে। এদের মধ্যে ২২৮৩৬ জন ছাত্র এবং ২৬১৫৮ জন ছাত্রী।
নয়া সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা লকডাউনের আগে, ২১ মার্চ শেষ হয়ে যায়। কিন্তু করোনা ও লকডাউনের জেরে পুরনো
সিলেবাসে মাধ্যমিক, মাদ্রাসা আলিম
(নতুন এবং পুরনো সিলেবাস), মাদ্রাসা ফাজিলের বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করে দেওয়া হয়েছে।
ওয়েবসাইটের পাশাপাশি, মেসেজের মাধ্যমেও ফল জানা যাবে। সেজন্য ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে মেসেজ পাঠাতে
হবে।

0 মন্তব্যসমূহ