
ডেস্কও ওয়েব ডেস্কঃ এখন থেকে প্রতিদিন থাকবে নাইট কারফিউ।
প্রতিদিন রাত ৯ টা থেকে পরদিন সকাল ৫ টা পর্যন্ত থাকবে এই নাইট কারফিউ।
যেটা খুব কড়া ভাবে পালন করতে হবে প্রত্যেককেই। সরকার এবার এই নাইট কারফিউ খুব শক্তহাতে
সামাল দেবেন। শনিবার মহাকরণে সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন আইনমন্ত্রী রতন লাল নাথ।
পাশাপাশি একই ভাবে বর্ডারের দুই কিলোমিটার এলাকার মধ্যে ও বলবৎ থাকবে এই কারফিউ।
যেটা থাকবে প্রতিদিন রাত ৭ টা থেকে পরেরদিন সকাল ৭টা পর্যন্ত। বললেন
আইনমন্ত্রী।রাজ্যের মানুষ সহযোগিতা না করলে কোনো ভাবেই এই করোনাকে হারানো যাবে না।
তাই সবার সহযোগিতা চাইলেন আইনমন্ত্রী।
রাজ্য এখনো ভালো জায়গায় রয়েছে। এর থেকে যাতে রাজ্য আগামীতে আরো খারাপের দিকে না
যায়, সেদিকেই সবার নজর রাখতে অনুরোধ করেন আইনমন্ত্রী।এখানেই শেষ নয়, রাজ্যে এবার ই
প্রথম নিয়োগ করা হবে মহিলা টি এস আর জওয়ান। এর জন্য দরখাস্ত জমা পড়েছে ৪৩১০ জনের। যেটা
এককথায় দারুন একটা পদক্ষেপ বলেই উল্লেখ করেন আইনমন্ত্রী।

0 মন্তব্যসমূহ