
ডেস্কও ওয়েব ডেস্কঃ উত্তর প্রদেশের মুজাফ্ফর নগরের গৌড়ীয়
মঠ থেকে গ্রেপ্তার করা হল এক স্বঘোষিত গডম্যানকে। গডম্যানের নাম স্বামী ভক্তিভূষণ মহারাজ।
অভিযোগ নাবালকদের জোর করে আটকে রেখে যৌন নির্যাতন চালাতেন তিনি। প্রায় ১০ জনের
বেশি নাবালককে উদ্ধার করেছে পুলিশ।
সূত্র অনুযায়ী, উত্তর-পূর্বের রাজ্যগুলি বিশেষত অসম , ত্রিপুরা ও মিজোরাম থেকে
নাবালকদের উত্তর প্রদেশের গৌড়ীয় মঠে নিয়ে যাওয়া হয়। তাদের প্রত্যেক বয়স সাত থেকে ষোলো
বছরের মধ্যে।
গরীব পরিবারের ছেলেদের ভরণ-পোষণ ও শিক্ষার দায়িত্ব নেওয়ার নাম করে উত্তরপ্রদেশের
মঠে নিয়ে যাওয়া হত। তার পর শুরু হত যৌন নির্যাতন। এমনকী, মঠের যাবতীয় কাজকর্মও নাবালকদের
দিয়ে করানো হত বলে অভিযোগ।
গত মঙ্গলবার বিশেষ সূত্রে খবর পেয়ে ওই আশ্রমে অভিযান চালান উত্তরপ্রদেশের শিশুকল্যাণ
দপ্তরের আধিকারিকরা। তারপরই সেখান থেকে ১০ জনের বেশি নাবালককে উদ্ধার করা হয়। তখনই
গ্রেপ্তার করা হয় স্বামী ভক্তিভূষণ মহারাজকে।

0 মন্তব্যসমূহ