
ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরা-অসম সীমান্তে ১০ লক্ষ টাকার
উপর সেগুন গাছের লগসহ আটক করা হয়েছে একটি লরি।
সূত্রে খবর, সংরক্ষিত বনাঞ্চলগুলো ধ্বংস করে সব মূল্যবান গাছের লগ পাচারের চেষ্টা
চালাচ্ছিল দুষ্কৃতিরা। খবর পেয়েই পুলিশ এবং বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাফল্য
পেয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে গাড়িটি।
দুষ্কৃতিরা শুধু দেশের মধ্যেই যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাচার করছে তা নয়, বাংলাদেশেও
পাচার করা হচ্ছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে সময় বন বাঁচাও কার্যসূচি, ড্রাগসমুক্ত
রাজ্য তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক সে সময়ই কর্মীদের নাকের ডগা দিয়ে কাঠ চুরি
করে পগাড়পার হচ্ছে বনদস্যুরা!

0 মন্তব্যসমূহ