
ডেস্কও ওয়েব ডেস্কঃ করোনা ভাইরাসের প্রকোপের কারণে সারা
ভারত জুড়ে লকডাউন দেওয়া হয়। এর জেরে চরম সমস্যায় পড়েছেন দরিদ্ররা। আর এমন ১ লাখ ৩ হাজার
পরিবারকে সহায়তা করেছে সিপিআই (এম)।
রোববার (১২ জুলাই) বিকেলে আগরতলার মেলারমাঠ এলাকার সিপিআই(এম) দলের ত্রিপুরা রাজ্য
কমাটির সম্পাদক গৌতম দাস সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, শাসক দলের রক্তচক্ষু ও প্রতিরোধ উপেক্ষা করে সিপিআই(এম) দলের পক্ষ থেকে
প্রায় ১ লাখ ৩ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। এর জন্য খরচ হয়েছে প্রায় ২ কোটি ২৮
লাখ রুপি। এসব ত্রাণের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন রাজ্যের সাধারণ মানুষ।
সংবাদ সম্মেলনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সিপিআই(এম) আন্দোলন জারি রাখার কথা জানান
গৌতম দাস।

0 মন্তব্য