
ডেস্কও ওয়েব ডেস্কঃ উত্তর-পূর্বাঞ্চলের অসম-ত্রিপুরা সরকার করোনা মোকাবিলায় জোরদার কাজ করছে। এবার ত্রিপুরায় শুরু হতে চলেছে অ্যান্টিজেন টেস্ট। রাজ্যে প্রথম অ্যান্টিজেন
টেস্ট কিট এসে পৌঁছেছে সরকারের হাতে। শনিবার মোট ৫০ হাজার কিটের প্রথম কিস্তি এসে
পৌঁছেছে ত্রিপুরায়।
জানা গেছে, ত্রিপুরার কনটেনমেন্ট
জোনগুলোতে শুরু হবে গণ পরীক্ষা। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে খুব শীঘ্রই ফলাফল
পাওয়া যাবে। আরটি-পিসিআর টেস্টে রিপোর্ট আসতে সময় লাগত ৩ থেকে ৪ দিন। আরো শীঘ্র
রিপোর্ট পাওয়ার জন্য এই টেস্ট শুরু হচ্ছে।
কারণ ৩-৪ দিন রিপোর্ট আসার অপেক্ষায় অনেকে বসে থাকেন না,
এমনও দেখা গেছে। মিশে যান সকলের সঙ্গে। নিজেকে
কোয়ারেন্টাইনে রাখতে চান না একাংশ জনগণ। ফলে ঝুঁকি বাড়ছে। ওদিকে পশ্চিমবঙ্গের খোলা
বাজারে আসছে করোনার নমুনা পরীক্ষার অ্যান্টিজেন কিট।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হয়েছে, সব কিছু ঠিক থাকলে এক মাসের মধ্যে এই কিট খোলা বাজারে পাওয়া
যাবে। এই কিট খোলা বাজারে এলে বাড়িতে বসেই করোনা পরীক্ষা করা যাবে।

0 মন্তব্য