
ডেস্কও ওয়েব ডেস্কঃ টাকার মেশিন সহ লালসিং মুড়া থেকে গ্রেপ্তার যুবক। বুধবার সকালে বিশালগড় থানাধীন
চরিলাম ব্লকের লাল সিং মুড়া থেকে শিপন রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে লালসিংমুড়ার
ব্যবসায়ীরা। আটক যুবকের নাম শিপন রায়। বাংলাদেশ থেকে ত্রিপুরা এসেছে সে।
দীর্ঘ কয়েক দিন ধরে লালসিং মুড়া বাজারের বিভিন্ন জায়গায় এই নকল টাকা দিচ্ছিল
এই যুবক। তা নজরে আসে এলাকার কয়েকজন যুবকের।
বুধবার সকালে প্রথম অবস্থায় কয়েকজন যুবককে শিপন এর কাছে পাঠায়। তার কথায় গরমিল থাকায় সন্দেহ হয়। লালসিংমুড়া বাজারে
আটক করেন যুবকরা। খবর দেওয়া হয় বিশালগড়
থানার পুলিশকে। ছুটে আসেন বিশালগড় থানা পুলিশ।
এসে মেশিনটি কোথায় সেই কথা জিজ্ঞেস করলে প্রথম অবস্থায় কিছু উত্তম মধ্যম দিলে সে
স্বীকার করেন যে মেশিনটি প্রাক্তন গ্রাম প্রধান শিল্পী মজুমদার বাড়িতে আছে। পুলিশ
গিয়ে যুবককে মেশিনসহ তুলে নিয়ে আসেন। তার কাছ থেকে টাকা সহ বিভিন্ন রং উদ্ধার করে
বিশালগড় থানায় নিয়ে যান। জ্বাল টাকা ছাপানোর
কাজ চালিয়ে যাচ্ছেন এই যুবক। তার সঙ্গে আরো কয়েকজন জড়িয়ে থাকতে পারে বলে অভিযোগ।

0 মন্তব্য