
ডেস্কও ওয়েব ডেস্কঃ বিশ্রামগঞ্জ থানার অফিসার সহ নয় জন
পুলিশ কর্মী করোনা আক্রান্ত।রবিবার রাতে তাদের পজেটিভ রিপোর্ট আসার পরেই সোমবার সকাল
১১ টায় আক্রান্ত পুলিশ কর্মীদের নিয়ে যাওয়া হয় দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজার দেবদারু
কোভিদ কেয়ার হাসপাতালে। একই থানার একসঙ্গে ৯ জন পুলিশ কর্মীর করোনা পজেটিভ আশায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্রামগঞ্জ
জুড়ে।
কারণ পুলিশকর্মীরা কার কার সংস্পর্শে গিয়েছিল এবং থানার সংস্পর্শে কারা কারা এসেছিল
এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশালগড় মহাকুমা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন
বিশালগড় মহাকুমার এর লাল সিং মুড়া কোভিড কেয়ার সেন্টারে কোন জায়গা না থাকায় তাদেরকে
দক্ষিণ ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। একান্তর 9 জন পুলিশ কর্মীর মধ্যে একজন এ
এসআই রয়েছেন। আর বাকি সাতজন কনস্টেবল একজন হাবিলদার। এছাড়া আক্রান্ত পুলিশ এ এসআই
যেই ব্যক্তির সেলুনে গিয়ে চুল কেটে ছিলেন ওই সেলুনের কর্মীও পরীক্ষায় করুণা পজেটিভ
ধরা পড়েন। ফলে তাকেও আজ কোভিড কেয়ার সেন্টারে পাঠিয়ে দেয়া হয়।একই থানার একসঙ্গে
৯ জন পুলিশকর্মী করুণা পজেটিভ ধরা পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ মহলে।
জানা গেছে বিশ্রামগঞ্জ থানার সব কিছু স্যানিটাইজার করার কাজ চলছে। এবং বিশ্রামগঞ্জ
থানার প্রশাসনিক কাজকর্ম বহাল রাখা হয়েছে। গত দুইদিন আগে এক পুলিশ কর্মীর করোনা পজেটিভ
রিপোর্ট আসার পর অন্যান্য পুলিশকর্মীদের টেস্ট করানো হয়। মোট ১৬ জন পুলিশ কর্মীর টেস্ট
করা হলে ওই থানার ৯ কর্মীর পজেটিভ ধরা পড়ে। এছাড়া বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র
দু'ব্যক্তির পজেটিভ ধরা পড়ে। তাদেরকেও নিয়ে যাওয়া হয় দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজার
এ।

0 মন্তব্যসমূহ